চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি ও যুবদলের পাঁচ শীর্ষস্থানীয় নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। মঙ্গলবার (২৯ জুলাই) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
একই দিনে অপর একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন এবং জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আপনারা দলের অভ্যন্তরে বারবার বিশৃঙ্খলা, সংঘাত এবং আধিপত্য বিস্তার করে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপিকে চরম বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছেন। একাধিকবার সতর্ক করা সত্ত্বেও আপনারা দলে অস্থিরতা বজায় রেখেছেন।” দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাখ্যান করে নুরুল আমিন চেয়ারম্যানের সমর্থকেরা রাত ১০টার দিকে বড়তাকিয়া ও করেরহাট বাজারে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতার বিরুদ্ধে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়।