Friday, August 1, 2025
spot_imgspot_img
Homeজাতীয়১৪ জেলায় ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করবে নির্বাচন কমিশন

১৪ জেলায় ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাস করবে নির্বাচন কমিশন


দেশের ১৪টি জেলায় ৩৯টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে ভোটার সংখ্যা ও অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় রেখে। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি কারিগরি কমিটি সীমানা পুনর্বিন্যাস বিষয়ে সুপারিশ পেশ করেছে। ২০২১ সালের সীমানা পুনর্নির্ধারণ আইনের ৬ ধারা অনুযায়ী, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে প্রশাসনিক কাঠামো, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারির তথ্যকে ভিত্তি করে। তবে ২০২২ সালের আদমশুমারিতে কিছু অসামঞ্জস্য থাকায় হালনাগাদ ভোটার তালিকাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

কমিটির প্রস্তাব অনুযায়ী, গড়ে প্রতিটি আসনে ভোটার সংখ্যা ধরা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। এই গড় ভোটার সংখ্যার ভিত্তিতে বেশি ভোটারসংখ্যার জেলায় একটি আসন বাড়ানোর এবং সর্বনিম্ন ভোটারসংখ্যার জেলায় একটি আসন কমানোর প্রস্তাব এসেছে। সবচেয়ে বেশি ভোটার গাজীপুর জেলায় হওয়ায় সেখানে একটি আসন বাড়বে। আর সবচেয়ে কম ভোটার হওয়ায় বাগেরহাটে একটি আসন কমবে।

যেসব আসনের সীমানায় পরিবর্তন আসবে সেগুলো হলো:

  • পঞ্চগড়: ১, ২
  • রংপুর: ৩
  • সিরাজগঞ্জ: ১, ২
  • সাতক্ষীরা: ৩, ৪
  • শরীয়তপুর: ২, ৩
  • ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯
  • গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬
  • নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫
  • সিলেট: ১, ৩
  • ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩
  • কুমিল্লা: ১, ২, ১০, ১১
  • নোয়াখালী: ১, ২, ৪, ৫
  • চট্টগ্রাম: ৭, ৮
  • বাগেরহাট: ২, ৩
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments