Friday, August 1, 2025
spot_imgspot_img
Homeখেলাধুলাএক ডিনারেই শুরু, সেখান থেকেই মেসির পিএসজিতে আগমন!

এক ডিনারেই শুরু, সেখান থেকেই মেসির পিএসজিতে আগমন!

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) সাবেক মিডফিল্ডার মার্কো ভেরাত্তি জানালেন, এক অবিস্মরণীয় রাতের ডিনার থেকেই শুরু হয়েছিল ফুটবল ইতিহাসের অন্যতম বড় দলবদলের গল্প—লিওনেল মেসির পিএসজিতে যোগ দেওয়ার সূচনা।

সম্প্রতি ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত-এ দেওয়া এক সাক্ষাৎকারে ভেরাত্তি স্মৃতিচারণা করেন, “আমরা তখন ইবিজায় ছিলাম ছুটিতে। নেইমার হঠাৎ বলল, ‘চলো আজ রাতে মেসির সঙ্গে ডিনার করি।’ সেই রাতে টেবিলে ছিলাম আমি, মেসি, নেইমার, পারেদেস আর দি মারিয়া। আড্ডায় সবাই মিলে মজা করেই মেসিকে পিএসজিতে যোগ দেওয়ার জন্য বোঝাতে শুরু করলাম।”

ভেরাত্তির মতে, সেই রাতের আড্ডা ছিল প্রাণখোলা ও হাস্যরসে ভরা, কিন্তু কয়েক দিনের মধ্যেই পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। পরদিনই বার্সেলোনা ও মেসির সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর ছড়িয়ে পড়ে। এবং কিছুদিনের মধ্যে বাস্তব হয়ে ওঠে সেই রাতের কথোপকথন।

“নেইমার হঠাৎ একদিন ফোন করে বলল, ‘মার্কো, লিও আমাদের দলে আসছে।’ আমি বিশ্বাসই করতে পারিনি। সেদিন আমরা একসঙ্গে ডিনার করছিলাম, আর এখন সে আমাদের সতীর্থ! যেন কোনো জাদুকরী মুহূর্ত,” বলেন ভেরাত্তি।

বর্তমানে কাতারের আল দুহাইল ক্লাবে খেলা ভেরাত্তির মতে, মেসির আগমন শুধু পিএসজির ইতিহাসেই নয়, ফুটবলের ইতিহাসেও ছিল এক গুরুত্বপূর্ণ মাইলফলক—যার সূচনা হয়েছিল এক নিঃসঙ্গ দ্বীপে হৃদ্যতার টেবিলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments