সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের চাকা মেরামতের সময় বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হন।
গুরুতর অবস্থায় আহতদের মধ্যে মোহাম্মদ রোম্মান (২০) নামে একজনকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. আশরাফ আহমদ।
নিহত রোম্মান সিলেটের সাহেবের বাজার এলাকার বাসিন্দা। আহত অপর যুবকের নাম এনামুল, তিনি মহালদি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বোর্ডিং ব্রিজের চাকায় ত্রুটি দেখা দিলে আমাদের চুক্তিবদ্ধ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা মেরামতের কাজ করছিলেন। সে সময় হঠাৎ চাকা বিস্ফোরণ ঘটে, যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানানো হয়েছে।