জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহত অংশগ্রহণকারীরা। বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে তারা সেখানে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় তারা বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন— “বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর”, “জুলাই সনদ নিয়ে টালবাহানা, চলবে না”, এবং “রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে” ইত্যাদি।
আন্দোলনের অন্যতম সংগঠক মাসুদ রানা সৌরভ জানান, “আমরা বারবার রাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসেছি, কিন্তু প্রতিবারই তালবাহানা করা হয়েছে। এখন আর প্রতিশ্রুতিতে বিশ্বাস নেই— স্পষ্টভাবে ঘোষণা দিয়ে আমাদের জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে। তা না হলে আমরা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।”
আহত আন্দোলনকারী নাজির আহমেদ খান বলেন, “আমরা ইতিমধ্যে রক্ত দিয়েছি, আবার দিতে হলে দেবো। যারা স্বৈরাচার হটাতে জীবন দিয়েছে, তারা জাতির সূর্যসন্তান। আমাদের গুম, খুন বা হুমকির ভয় দেখিয়ে থামানো যাবে না। ১৭ বছরে রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, কিন্তু আমরা মাঠে নামতেই প্রধানমন্ত্রী হাসিনা এক মাসেই পলায়ন করতে বাধ্য হন।”
জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের একটি অংশ শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে একজন, আবু হাসান বলেন, “যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ ঘোষিত না হবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”
আন্দোলনকারী মো. বাবু ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের শুধু জুলাই যোদ্ধার কার্ড ধরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আহত ভাইয়েরা হাসপাতালে ঠিকমতো চিকিৎসাও পাচ্ছেন না। স্বাস্থ্যকার্ডের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।”