দুর্নীতি দমন কমিশন (দুদক) একা দুর্নীতি মোকাবিলা করতে পারবে না, যদি সমাজের সব শ্রেণি-পেশার মানুষ সম্মিলিতভাবে উদ্যোগ না নেয়—এমন মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে বরিশালের সিএন্ডবি রোডে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “দুদক সমাজের বাইরে কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি রয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকে আমরা অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা করছি।”
চেয়ারম্যান আরও বলেন, “সরকারের দুর্বলতার অন্যতম বড় কারণ দুর্নীতি। এটি যদি কমানো যায়, তাহলে জনগণ স্বস্তিতে থাকবে, সরকারও স্থিতিশীল থাকবে। দুর্নীতি একটি সরকার পতনের অন্যতম কারণ।”
তিনি সাফ জানিয়ে দেন, “আমরা কাউকে ছাড় দিই না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও নিয়মিত আপিল করা হয়। দুর্নীতি রোধে আদালত, গণমাধ্যম ও সমাজের সব অংশের দায়িত্ব রয়েছে। সবাই তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে দুর্নীতি দমন সম্ভব।”
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বরিশাল সার্কিট হাউসে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ছয়তলা বিশিষ্ট দুদক ভবনটি। ভবিষ্যতে দক্ষিণাঞ্চলে দুর্নীতি প্রতিরোধ ও কার্যক্রমের বিস্তারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।