Thursday, July 31, 2025
spot_imgspot_img
Homeজাতীয়পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ভোটার তালিকা ও এনআইডি বিষয়ক অধ্যায়, সচেতনতা তৈরিতে ইসির...

পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ভোটার তালিকা ও এনআইডি বিষয়ক অধ্যায়, সচেতনতা তৈরিতে ইসির উদ্যোগ


ভবিষ্যৎ প্রজন্মের মাঝে নাগরিক সচেতনতা গড়ে তুলতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পাঠ্যবইয়ে ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিষয়ক অধ্যায় যুক্ত করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে, যার নেতৃত্বে থাকবেন নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামান।

কমিটি প্রস্তাব দিতে পারবে ছোটগল্প, নাটিকা, সংলাপ কিংবা প্রবন্ধ আকারে বিষয় উপস্থাপনার বিষয়ে। পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির জন্য ইসি সচিবালয়ের প্রস্তাবনায় বলা হয়েছে, ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের মৌলিক অধিকার ও পরিচয়ের গুরুত্বপূর্ণ দলিল। এনআইডি ছাড়া জাতীয় জীবনের নানা গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ সম্ভব নয়।

এ প্রসঙ্গে এনআইডির মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর বলেন, “ছাত্রছাত্রীরা যেন ছোটবেলা থেকেই ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্রের গুরুত্ব বুঝতে পারে, সেই ভাবনা থেকেই এ উদ্যোগ।”

উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালেও অনুরূপ উদ্যোগ গ্রহণ করেছিল তৎকালীন নির্বাচন কমিশন। সে সময় মাধ্যমিক পর্যায়ের সামাজিক বিজ্ঞান বইয়ে ভোটার তালিকা ও আচরণবিধি সংক্রান্ত বিষয় যুক্ত করা হলেও উচ্চমাধ্যমিক পর্যায়ে তা বাস্তবায়িত হয়নি। সেই সময়কার কমিটির সদস্য সচিব ফরহাদ হোসেন জানান, এবার উদ্যোগটি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

এ উদ্যোগ সফল হলে ভোটার তালিকা ও এনআইডির গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীরা আগেভাগেই সচেতন হবে, যা ভবিষ্যতের গণতান্ত্রিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছে নির্বাচন কমিশন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments