বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে আগামী পাঁচ থেকে ছয়দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আগামী পাঁচ-ছয়দিনে আমরা বুঝতে পারব, দেশের রাজনৈতিক রূপরেখা কোন দিকে যাচ্ছে। তবে যাই ঘটুক না কেন, নির্বাচন পেছাবে না। এ বিষয়ে প্রধান উপদেষ্টা অত্যন্ত দৃঢ় অবস্থানে আছেন।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “যদি জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে কোনো বড় বাধা থাকবে না।”
প্রেস সচিব আরও বলেন, “এই সরকার দায়িত্ব গ্রহণ করে একটি ক্ষতিগ্রস্ত অবস্থায়। সেখান থেকে বিচার করলে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ভালো কাজ করতে সক্ষম হয়েছে।”
এ সময় সাম্প্রতিক চাঁদাবাজির ঘটনাগুলো নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। জানান, “চাঁদাবাজির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। কেউ জড়িত থাকলে, প্রমাণ মিললে—তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি রাজনৈতিক দলগুলোর অর্থ সংস্থান প্রক্রিয়ার অসচ্ছতার কথাও তুলে ধরেন। বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পরও রাজনৈতিক দলের ফান্ড রেইজিং নিয়ে স্বচ্ছতা নেই, যা অত্যন্ত দুঃখজনক।”
দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, স্বচ্ছ নির্বাচন ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পথে আগাচ্ছে অন্তর্বর্তী সরকার—এমন বার্তাই তুলে ধরেন প্রেস সচিব