বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন উঠতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। তিনি বলেন, “বাংলাদেশ এখন অনেক অর্থনৈতিক ও সামাজিক সূচকে ভারতের চেয়ে এগিয়ে আছে। বাংলাদেশিরা ভারতে আসার কোনও প্রয়োজনই নেই।”
২৯ জুলাই এক সর্বভারতীয় ইংরেজি গণমাধ্যমে ভার্চুয়াল সাক্ষাৎকারে মহুয়া মৈত্র এই বক্তব্য দেন। সাক্ষাৎকারে যখন উপস্থাপক বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন করেন, তখন তিনি পাল্টা প্রশ্ন তোলেন, “কারা আসছে? কেন আসবে? আমি নিজে সীমান্তবর্তী এলাকার সাংসদ। আমার এলাকা কৃষ্ণনগরের পাশে কুষ্টিয়া জেলা। সেখানকার স্বাস্থ্য, শিক্ষা, জিডিপি অনেক সূচকে বাংলাদেশ এখন ভারতের চেয়ে ভালো।”
তিনি আরও বলেন, “বাংলাদেশিরা ভারতে আসছে—এই ধারণা ভ্রান্ত। বরং গত তিন বছরে প্রায় ১১ লাখ ভারতীয় নাগরিক বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। কেউ আর ভারতকে স্বপ্নের দেশ ভাবছে না।”
সঞ্চালক যখন বলেন দরিদ্র বাংলাদেশিরা তো বৈধভাবে আসতে পারবে না, তখন মহুয়া সাফ বলেন, “আমি বাংলাদেশিদের কথা বলিনি। বলেছি ভারতীয়দের কথা যারা দেশ ছাড়ছে।”
সিএএ-র প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “আপনারা বলছেন বাংলাদেশি হিন্দুরা নির্যাতিত, তাই সিএএ দরকার। তাহলে কেন মাত্র ২ হাজার মানুষও নাগরিকত্বের জন্য আবেদন করেনি?”
তিনি বিজেপির সমালোচনা করে বলেন, “দুই লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েও যদি সীমান্ত নিরাপদ রাখতে না পারেন, তবে দায় বাংলাদেশের না, আপনার।”
এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।