৪৪তম বিসিএসে একই ক্যাডারে পুনরায় সুপারিশপ্রাপ্ত প্রায় ৪০০ প্রার্থী, যাঁরা পূর্ববর্তী বিসিএসে একই পদে সুপারিশ পেয়েছিলেন, তাঁদের বাদ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের সূত্র জানায়, ইতোমধ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কিছু সুপারিশ পাওয়া গেছে এবং তা পর্যালোচনার কাজ চলছে।
৩০ জুন প্রকাশিত ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, মোট ১,৬৯০ জনের মধ্যে প্রায় ৪০০ জন রিপিট ক্যাডার, অর্থাৎ তাঁরা আগেও একই ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ছিলেন। পিএসসি বলছে, এই প্রক্রিয়া অপেক্ষমাণ মেধাবী প্রার্থীদের জন্য অন্যায় এবং জনসম্পদের সদ্ব্যবহারে বাধা তৈরি করে।
এই সমস্যার স্থায়ী সমাধানে পিএসসি বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা ২০১৪–এর ১৭ নম্বর বিধিতে নতুন শর্ত সংযোজনের প্রস্তাব করেছে। প্রস্তাব অনুযায়ী, একই ক্যাডারে আগেই মনোনীত প্রার্থী নতুনভাবে মনোনীত হলে, তা বাতিল করা যাবে এবং মেধাক্রম অনুযায়ী অপেক্ষমাণ প্রার্থীদের মধ্য থেকে নতুন সুপারিশ দেওয়া হবে।
সরকার এই প্রস্তাব যাচাই-বাছাই করে দ্রুত সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে। প্রস্তাব অনুমোদিত হলে ভবিষ্যতে একাধিকবার একই ক্যাডার পেতে আবেদন করা বন্ধ হবে এবং নতুন প্রার্থীদের জন্য সুযোগ বাড়বে। এটি প্রশাসনিক ভারসাম্য ও ন্যায়ের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।