বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। তার হৃদযন্ত্রে চারটি বাইপাস করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু ঠিকঠাক থাকলে তিনি আগামী সাত দিনের মধ্যেই বাসায় ফিরতে পারবেন। দেশীয় চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখায় ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চিকিৎসকরা।
শনিবার (২ আগস্ট) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে সকাল সাড়ে ৮টায় এই অস্ত্রোপচার শুরু হয়। সার্জারি পরিচালনা করেন দেশের খ্যাতিমান হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির।
একদিন আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীসহ প্রবাসীদের কাছে ডা. শফিকুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করেন। তিনি বলেন, “আমরা দেশ-বিদেশের ভাই-বোনদের প্রতি আহ্বান জানাই— মহান আল্লাহর দরবারে নফল ইবাদতের মাধ্যমে আমির সাহেবের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করুন।”
উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে এক জাতীয় মহাসমাবেশে বক্তব্য দেয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে এনজিওগ্রাম পরীক্ষায় তার হৃদপিণ্ডে পাঁচ থেকে ছয়টি ব্লকেজ ধরা পড়ে, যার মধ্যে তিনটি ব্লক ছিল ৮০ থেকে ৮৫ শতাংশ পর্যন্ত বন্ধ। চিকিৎসকরা রিং পরানোর পরিবর্তে ওপেন হার্ট সার্জারিকে অধিক নিরাপদ বলে বিবেচনা করেন।
ডা. শফিকুর রহমান দেশেই চিকিৎসা নেয়ার ব্যাপারে শুরু থেকেই দৃঢ় ছিলেন এবং তিনি দেশীয় চিকিৎসকদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন।