চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার একমাত্র রেলস্টেশন জয়রামপুরে আন্তঃনগর সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের আপ-ডাউন যাত্রাবিরতি ও গেটম্যান নিয়োগের দাবিতে বিক্ষোভে নেমেছেন স্থানীয়রা। এই দাবিতে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন অবরোধ করায় খুলনাগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা কপোতাক্ষ এক্সপ্রেস জয়রামপুর স্টেশনে পৌঁছালে ‘জয়রামপুর ট্রেন সুবিধা সংরক্ষণ কমিটি’র ব্যানারে এলাকাবাসী ট্রেনটির সামনে মানববন্ধন ও বিক্ষোভ শুরু করেন।
প্রায় দেড় ঘণ্টা পর, খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছালে সেটিও লাল কাপড় দেখিয়ে থামিয়ে দেন আন্দোলনকারীরা। ফলে জয়রামপুর স্টেশনে দুটি আন্তঃনগর ট্রেনই আটকে পড়ে এবং খুলনার সঙ্গে দেশের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
চুয়াডাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, আন্দোলনের কারণে সাগরদাঁড়ি ও কপোতাক্ষ এক্সপ্রেস আটকে পড়েছে এবং খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গা স্টেশনে নকশীকাঁথা মেইল ট্রেনটিও বিকেল ৫টা ৫৫ মিনিট থেকে থেমে আছে।
এদিকে পরিস্থিতি শান্ত রাখতে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আন্দোলনকারীরা জানান, জয়রামপুর স্টেশন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ব্যবসা, চাকরি, চিকিৎসা ও শিক্ষার কাজে এই স্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, কোনো আন্তঃনগর ট্রেন এখানে থামে না। এতে করে সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
তারা স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ট্রেন অবরোধ চলবে।
সন্ধ্যা ৭টা ১০ মিনিট পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।