যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসের দায়ে ৩৯ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকালে একটি সামরিক সি-১৭ পরিবহন বিমানে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ।
যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার হয়। সেই ধারাবাহিকতায় এর আগেও একাধিক দফায় শতাধিক বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। সর্বশেষ দফায় নতুন করে আরও ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
ওয়াশিংটনের একটি সূত্র জানিয়েছে, ফেরত আসা কয়েকজনের পরিচয়পত্র ও নাগরিকত্ব নিয়ে কিছু জটিলতা রয়েছে, যার কারণে ফেরত আসার প্রক্রিয়া কিছুটা বিলম্বিত হয়। এর আগে ফেরত আসা অনেক বাংলাদেশি কমার্শিয়াল ফ্লাইটে ফিরলেও এবারের সব ফেরতপ্রাপ্তকে পাঠানো হয়েছে সামরিক পরিবহন বিমানে।
নাগরিকত্ব যাচাই ও নথিপত্র জটিলতা:
যুক্তরাষ্ট্রে আটক থাকা ব্যক্তিদের পরিচয় ও নাগরিকত্ব যাচাই করে বাংলাদেশ সরকারের সহায়তায় দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাদের বৈধ পাসপোর্ট রয়েছে, তাদের দ্রুত ফেরত আনা সম্ভব হচ্ছে। তবে যাদের পাসপোর্ট মেয়াদোত্তীর্ণ, তাদের জন্য বাংলাদেশ মিশন থেকে একমুখী ট্রাভেল পারমিট (TP) ইস্যু করা হচ্ছে। যেসব ব্যক্তির কোনো বৈধ পরিচয়পত্র নেই, তাদের নাগরিকত্ব যাচাই করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে TP প্রদান করা হচ্ছে।