সুনামগঞ্জের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় গরু জব্দ করেছে ২৮ বিজিবি। শনিবার ভোররাতে তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলার দুটি পৃথক স্থানে এসব গরু আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ ভেতরে কচুয়াছড়া এলাকায় একটি স্টিলবডি নৌকায় থাকা ১৮টি ভারতীয় গরু জব্দ করা হয়। গরুগুলোর সঙ্গে আটক স্টিলবডি নৌকার মোট সিজার মূল্য ২০ লাখ ৪০ হাজার টাকা।
অন্যদিকে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকায় সীমান্ত পিলার ১২৩০/এমপি থেকে প্রায় ২০০ গজ ভেতরে বিজিবির অভিযানে আরও ১৪টি ভারতীয় গরু আটক করা হয়। এসব গরুর সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৮০ হাজার টাকা।
২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। জব্দকৃত গরু এবং নৌকাটি শুল্ক গুদামে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।