গত বছরের জুলাই আন্দোলনকে কেন্দ্র করে কিছুটা আইনি জটিলতায় পড়লেও, দ্রুত জামিন পেয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এরপর থেকে নিয়মিতই দেখা যাচ্ছে তাকে নানা অনুষ্ঠান, ফটোশুট, সাক্ষাৎকার ও প্রোমোশনাল কনটেন্টে।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেকওভার ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় এলেন তিনি। মাত্র এক মিনিটের সেই ভিডিও প্রকাশের পরই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে, সৃষ্টি করে ব্যাপক সাড়া।
ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দেখা গেছে দুটি ভিন্ন সাজে। প্রথম লুকে তিনি পরেছেন গাঢ় লাল রঙের ঝলমলে শাড়ি। ভারী গয়না, কপালে টিকলি, ঝুমকা কানে, গলায় চওড়া নেকলেস, নাকে নোজরিং এবং হাতে চুড়ি ও বালা—সব মিলিয়ে রাজকীয় এক আভিজাত্য ফুটে উঠেছে তার সাজে।
দ্বিতীয় লুকে ফারিয়া একদম ভিন্নরূপে ধরা দিয়েছেন। তিনি ছিলেন সাদা পোশাকে, সঙ্গে ছিল হালকা ধরনের গয়না। কানে ঝোলা দুল, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট ও আংটি ছিল তার সাজে। চুলে বেনি আর মুখে মিষ্টি হাসি—এই লুকে তার রূপে নেমে এসেছে স্নিগ্ধতার ছাপ।
ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অসংখ্য অনুসারী ও নেটিজেন তার রূপ এবং উপস্থিতির প্রশংসায় মন্তব্য করেন, কেউ কেউ এটিকে ‘সাজে-অভিজাত্য ও স্নিগ্ধতার নিখুঁত ভারসাম্য’ বলেও আখ্যা দেন।