চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রীদের রাত ১০টার পর হলে না ফিরলে সিট বাতিলের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরদের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন আবাসিক ছাত্রীদের একাংশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বিপ্লবী উদ্যান ও লেডিস ঝুপড়ি এলাকায় ঘটনাটি ঘটে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, একজন সহকারী প্রক্টর গাড়ি থেকে নেমে ওই এলাকায় অবস্থানরত ছাত্রীদের সরে যেতে বলেন। তিনি স্পষ্টভাবে জানান, রাত ১০টা ১ মিনিটেও কেউ হলে না ফিরলে তাদের সিট বাতিল করা হবে।
বিজয় ২৪ হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমি হলে ফিরছিলাম, তখন সহকারী প্রক্টর আমাকে বলেন, সবাই যেন রাত ১০টার মধ্যেই হলে ফিরে আসে। এরপর খাতা বের করে আমাকে সিট বাতিলের কথা বলেন, যদিও আমি ঠিক সময়েই ফিরছিলাম।”
তিনি আরও বলেন, “বিপ্লবী উদ্যানে কিছু ছাত্রী বসে ছিল, সেখান থেকেও সবাইকে উঠে যেতে বলা হয়।”
এ বিষয়ে সহকারী প্রক্টর নাজমুল হোসেইন বলেন, “ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। নিয়ম অনুযায়ী, রাত ১০টার মধ্যে হলে ফিরতে হয়। আমরা সেটিই মনে করিয়ে দিয়েছি। এটি হুমকি নয়, বরং নিরাপত্তার স্বার্থে সতর্কতা।”
তবে শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মটি একতরফাভাবে শুধুমাত্র মেয়ে শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, ঘটনাটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। বিজয় ২৪ হলের প্রভোস্ট ড. জান্নাত আরা পারভীন বলেন, “রাত ১০টার মধ্যে হলে ফেরার নিয়ম দীর্ঘদিন ধরে চালু রয়েছে। কেউ নিয়মিত দেরি করলে তার নাম রেজিস্টারে তোলা হয়, তবে সঙ্গে সঙ্গে সিট বাতিল করা হয় না।”
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, “বিশেষ কিছু এলাকা যেমন বিপ্লবী উদ্যান ও লেডিস ঝুপড়ি নিরাপত্তার দিক থেকে সংবেদনশীল। এসব স্থানে মাদকের উপস্থিতির অভিযোগ আছে, তাই ওইসব জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শহীদ মিনার বা জিরো পয়েন্টে অবস্থানে বাধা নেই। এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়নি।”