Saturday, August 2, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের মন্টানায় বারে গুলিবর্ষণে ৪ জন নিহত, সশস্ত্র সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অভিযান

যুক্তরাষ্ট্রের মন্টানায় বারে গুলিবর্ষণে ৪ জন নিহত, সশস্ত্র সন্দেহভাজনের খোঁজে তল্লাশি অভিযান


যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের অ্যানাকোন্ডা শহরের একটি বারে গুলির ঘটনায় চারজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটের দিকে শহরের আউল বার নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

শনিবার (২ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, গুলির ঘটনায় জড়িত সন্দেহে একজন সশস্ত্র ব্যক্তি পলাতক রয়েছে। তার সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মার্কিন অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (ATF) জানিয়েছে, তারা অ্যানাকোন্ডার একটি প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তদন্তে নেমেছে।

প্রসঙ্গত, দক্ষিণপশ্চিম মন্টানার অ্যানাকোন্ডা শহরের জনসংখ্যা প্রায় ১০ হাজার। এটি বোজম্যান শহরের প্রায় ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এবং একসময় তামা গলানোর কেন্দ্র হিসেবে পরিচিত ছিল।

সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন বলে জানিয়েছে অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টির আইনপ্রয়োগকারী সংস্থা। তারা বলছে, মাইকেল পল ব্রাউন সশস্ত্র এবং অত্যন্ত বিপজ্জনক। কেউ তাকে দেখলে যেন কাছে না যায় এবং তাৎক্ষণিকভাবে ৯১১ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

নাগরিকদের সতর্কতা হিসেবে নিজেদের ঘরে তালা দিয়ে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

গ্রেনাইট কাউন্টির শেরিফ অফিস জানায়, সন্দেহভাজন ব্যক্তি টাই ডাই প্রিন্টের শার্ট, নীল জিন্স ও কমলা রঙের একটি ব্যান্ডানা পরে ছিল। তার অ্যানাকোন্ডার বাসায় সোয়াট টিম অভিযানও চালিয়েছে বলে জানানো হয়।

এক মার্কিন সংবাদ সংস্থা জানায়, মাইকেল পল ব্রাউন বারের নিকটেই বসবাস করতেন এবং তার বয়স ৪৫ বছর। অতীতে তিনি মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন।

এ ঘটনার পর মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট জানিয়েছেন, তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণে রেখেছেন।

এফবিআই সদস্যরাও বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত থেকে তদন্তে সহায়তা করছেন।

মন্টানার সিনেটর স্টিভ ডেইনস জানান, সন্দেহভাজনকে ধরতে ড্রোন ব্যবহার করে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, ১৮৯৩ সালে তামাশ্রমিকদের জন্য স্থাপিত আউল বারটি অ্যানাকোন্ডার গুজটাউন এলাকায় অবস্থিত।

যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ জানিয়েছে, এ ঘটনাসহ ২০২৫ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২৫৬টি ‘ম্যাস শুটিং’ সংঘটিত হয়েছে। সংস্থাটির সংজ্ঞা অনুযায়ী, কোনো ঘটনায় বন্দুকধারী বাদে অন্তত চারজন আহত বা নিহত হলে সেটিকে ‘ম্যাস শুটিং’ হিসেবে বিবেচনা করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments