Sunday, August 3, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষছিনতাই রোধে ব্যর্থতা: ভৈরব থানায় শাড়ি-চুড়ি নিয়ে জনতার বিক্ষোভ

ছিনতাই রোধে ব্যর্থতা: ভৈরব থানায় শাড়ি-চুড়ি নিয়ে জনতার বিক্ষোভ

কিশোরগঞ্জের ভৈরবে ক্রমবর্ধমান ছিনতাইয়ের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় জনতা। শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে শতাধিক ব্যক্তি ভৈরব থানার সামনে বিক্ষোভ করে। প্রতীকী প্রতিবাদ হিসেবে বিক্ষোভকারীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানীর জন্য শাড়ি ও চুড়ি উপহার হিসেবে নিয়ে আসেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, শহরের প্রতিটি সড়কে দিনে ও রাতে নির্বিচারে ছিনতাই হচ্ছে। কেবল মোবাইল ও অর্থসম্পদই নয়, সর্বস্ব দেওয়ার পরও পথচারীরা ছিনতাইকারীদের হাতে ছুরিকাঘাতে গুরুতর আহত হচ্ছেন। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ পুরোপুরি ব্যর্থ—এমনই অভিযোগ তাদের।

তারা বলেন, পুলিশ যদি দায়িত্বশীল হতো, তাহলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। ওসির প্রতি প্রতীকী কটাক্ষ জানিয়ে বলেন, “যেহেতু পুলিশ ছিনতাই রোধে ব্যর্থ, তাই ওসি যেন এখন থেকে শাড়ি-চুড়ি পরে অফিস করেন।”

বিক্ষুব্ধ জনতা পুলিশের প্রতি তিন দিনের আলটিমেটাম দিয়েছে। এই সময়ের মধ্যে ছিনতাইকারীদের গ্রেপ্তার করে নিরাপত্তা নিশ্চিত না করা হলে, আরও কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

এর আগে ‘ছাত্র ও যুব সমাজ’-এর ব্যানারে ‘দুর্জয় ভৈরব’ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মনিরুজ্জামান, আজহারুল ইসলাম, শাহরিয়ার মোস্তুফা, হান্নান আহমেদসহ স্থানীয় ভুক্তভোগীরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments