যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মেট্রোপলিটন এলাকায় অনুভূত হয়েছে মৃদু ভূমিকম্প। স্থানীয় সময় শনিবার (২ আগস্ট) রাতে হওয়া এ ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩, জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
ভূমিকম্পটির উৎপত্তি ছিল নিউজার্সির শহরতলি হাসব্রুক হাইটসে। এটি নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থল সেন্ট্রাল পার্ক থেকে প্রায় ১৩ কিলোমিটার পশ্চিমে এবং ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে অবস্থান করছিল। যদিও ভূমিকম্পটি শক্তিশালী ছিল না, নিউ ইয়র্কসহ আশপাশের কিছু এলাকায় বাসিন্দারা হালকা ঝাঁকুনির অনুভব করেন।
নিউ ইয়র্কের ব্রুকলিন এলাকার এক বাসিন্দা বলেন, “এই কম্পন খুব স্বল্পস্থায়ী ছিল, কিন্তু মুহূর্তের জন্য ঠিক যেন মাটির নিচে কিছু নড়ে উঠেছিল।”
ভূমিকম্পে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফলে পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়নি। তবে ভূকম্পন অনুভবের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। কেউ কেউ নিজেদের অভিজ্ঞতা পোস্ট করে শেয়ার করেন। এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লেখা হয়, “আমি ভালো আছি।”
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে নিউজার্সির টেক্সবারি এলাকায় ৪.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল। তুলনায় এবারকার কম্পন অনেক হালকা হলেও এটি আবার স্মরণ করিয়ে দিলো—প্রাকৃতিক দুর্যোগ কোনো পূর্বাভাস ছাড়াই আসতে পারে।