বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আমরা স্পষ্টভাবে জানাতে চাই, ১৯৭২ সালের সংবিধান একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে রচিত হয়েছিল, যা প্রকৃতপক্ষে অন্য একটি দেশ থেকে হুবহু অনুকরণ করে গৃহীত হয়েছিল। সেই মুজিববাদী সংবিধান বাংলাদেশে আর রাখা যাবে না।”
রোববার (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির এক জনসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আজ আমরা এই মঞ্চ থেকে মুজিববাদী সংবিধানের অবসান চেয়ে একটি নতুন, জনগণের ইচ্ছানুযায়ী সংবিধানের দাবি জানাতে এসেছি।”
দেশের স্বাধীনতার ৫৪ বছর পরেও ন্যায্য অধিকার না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে সারজিস আলম বলেন, “পাকিস্তানের অধীনে ২৩ বছর কাটিয়েছি, অধিকার পাইনি। আজ বাংলাদেশে ৫৪ বছর পরও একই অবস্থা। গত বছর আজকের এই দিনে আমরা শহীদ মিনারে দাঁড়িয়েছিলাম—সেদিনই হাসিনা সরকারের পতনের ডাক এসেছিল। এক বছর পেরিয়ে গেছে, তবু আমাদের দাবি পূরণ হয়নি। এবার আমরা আর আশ্বাসে বিশ্বাসী নই।”
তিনি আরও জানান, “গত বছরের সেই আন্দোলনে যারা ছিলেন, অনেকেই আজ শহীদ। শহীদদের পরিবার আজ এখানে উপস্থিত। আমরা তাদের জন্য বিচার চাই, তাদের পুনর্বাসন ও আহতদের জন্য যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে এসেছি।”
সারজিস আলম আরও বলেন, “আমাদের আন্দোলন শুধুমাত্র ২০২৪ সালের জন্য নয়—আমরা বিডিআর ট্রাজেডির নেপথ্যের কুশীলবদের বিচার চাই। আমরা ২০১৩ সালের শাপলা চত্বরে ঘটে যাওয়া নির্মম হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা মূলত ন্যায়বিচার ও মৌলিক রাজনৈতিক সংস্কার নিশ্চিত করার আন্দোলনে আছি।”
জঙ্গিবাদ ইস্যুতে তিনি বলেন, “বাংলাদেশে যেমন জঙ্গিবাদের কোনো স্থান নেই, তেমনি ‘জঙ্গি নাটক’ নামের সাজানো ষড়যন্ত্রও আর সহ্য করব না। আবার সিভিল সোসাইটি নামধারী বিদেশী স্বার্থে পরিচালিত দালালদেরও আমরা আর মেনে নেব না।”
তিনি বক্তব্যের শেষে জনগণকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানান।