গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরোধী অবস্থান ও মানবিক সহায়তার দাবিতে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজে হাজারো মানুষ অংশ নিয়েছেন এক শান্তিপূর্ণ বিক্ষোভে। রোববার আয়োজিত এ বিক্ষোভে উপস্থিত ছিলেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জও।
‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের জনগণের পক্ষে স্লোগান তোলেন এবং ক্ষুধার প্রতীক হিসেবে হাতে হাঁড়ি-পাতিল নিয়ে রাস্তায় নেমে আসেন। আয়োজকদের দাবি, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, পর্যাপ্ত ত্রাণ সরবরাহ এবং আন্তর্জাতিক সহায়তার দরকার।
সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, দুই বছর ধরে চলা সংঘাতে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, এই অঞ্চলে খাদ্য ও পুষ্টির ঘাটতির কারণে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে নারী ও শিশুরা ভয়াবহ বিপদের মুখে।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ ও কর্তৃপক্ষ শুরুতে নিরাপত্তা শঙ্কার কারণে ব্রিজে বিক্ষোভে আপত্তি জানালেও, সুপ্রিম কোর্ট অনুমতি দিলে কর্মসূচি বাস্তবায়ন সম্ভব হয়। পুলিশের শতাধিক সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন।
এদিকে মেলবোর্নেও একই দাবিতে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি, ফ্রান্স ও কানাডা ইতিমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ব্রিটেনও হুঁশিয়ার করেছে— মানবিক সহায়তা বন্ধ থাকলে তারাও স্বীকৃতি দেবে।
অন্যদিকে, ইসরায়েল এই সিদ্ধান্তগুলোকে ‘হামাসকে পুরস্কৃত করার শামিল’ বলে সমালোচনা করেছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করলেও এখনো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেননি।