আগস্ট মাসকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার আশঙ্কায় রাজধানী ঢাকায় চিরুনি অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (২ আগস্ট) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম।
তিনি বলেন, “আগস্ট মাস সবসময়ই রাজনৈতিক দিক থেকে স্পর্শকাতর। পত্র-পত্রিকাসহ বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার আভাস মিলেছে। সেই অনুযায়ী পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, সরকারের এক বছর পূর্তি উপলক্ষে কিছু রাজনৈতিক গোষ্ঠী গোপনে তৎপরতা চালানোর চেষ্টা করতে পারে—এমন তথ্য গোয়েন্দাদের হাতে এসেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় এসব তৎপরতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই ফ্ল্যাট, আবাসিক হোটেল, ছাত্রাবাস, মেস এবং বস্তি এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
মাসুদ আলম আরও জানান, “ঢাকার বেশ কিছু ফ্ল্যাটে পতিত সরকারের কর্মীদের অবস্থানের খবর রয়েছে। এসব জায়গা গোয়েন্দা পর্যবেক্ষণে রয়েছে।”
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, “বর্তমানে সরাসরি কোনো হুমকি না থাকলেও সতর্কতা হিসেবে পুরো আগস্ট মাসজুড়ে চিরুনি অভিযান চলবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা তৎপর।”
এই অভিযান নাগরিক নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি যেকোনো অরাজকতা রোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।