গাজায় হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান বন্ধ হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান ইয়াল জামির। শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে তিনি বলেন, “আলোচনার মাধ্যমে বন্দীদের মুক্তির সম্ভাবনা থাকলেও, যদি তা ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ চলতেই থাকবে।”
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, গাজায় এখনো অন্তত ৪৯ জন ইসরায়েলি বন্দী রয়েছে, যাদের মধ্যে মাত্র ২২ জন জীবিত আছেন বলে অনুমান করা হচ্ছে। এই সংকট সমাধানে চুক্তির আশা থাকলেও সেনাপ্রধান সরাসরি জানান, বিকল্প প্রস্তুতি হিসেবে সামরিক অভিযান জারি থাকবে।
এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, গাজার বেইত হানুনে হামাসের সদস্যরা আত্মসমর্পণ করেছে। তিনি একটি ড্রোন ভিডিও শেয়ার করে বলেন, “তারা সুড়ঙ্গ থেকে বের হয়ে ধ্বংসপ্রাপ্ত শহরের মধ্যে আত্মসমর্পণ করছে। আমরা মাটির উপর ও নিচের সব লক্ষ্যবস্তু ধ্বংস করছি।” ভিডিওতে দেখা যায়, তিনজন ব্যক্তি হাঁটু গেড়ে বসে অস্ত্রহীনভাবে আত্মসমর্পণ করছেন।
একই দিনে গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় অন্তত ২৪ জন নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় একাধিক ত্রাণকেন্দ্র। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ তথ্য সংগ্রহ এখনও সম্পূর্ণ হয়নি।
এই যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে আরও অনিশ্চিত করে তুলছে।