ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির সম্প্রতি আল-আকসা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মুসলিম বিশ্ব। ঘটনাটি ঘটে রোববার, যখন বেন গভির শুধু ব্যক্তিগতভাবে প্রার্থনাই করেননি, বরং একটি ইহুদি উপাসনাকারী দলের নেতৃত্বও দিয়েছেন। বিষয়টি আল-আকসা মসজিদের দীর্ঘদিনের ‘স্থিতাবস্থা’ নীতির সুস্পষ্ট লঙ্ঘন।
আল-আকসার পরিচালনা জর্ডানের ইসলামিক ওয়াকফ ফাউন্ডেশনের অধীনে। ঐতিহাসিকভাবে এই চুক্তির আওতায় অমুসলিমরা মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করতে পারলেও সেখানে ধর্মীয় আচার পালন করতে পারেন না। বেন গভিরের এই আচরণকে মুসলিম বিশ্ব উসকানিমূলক পদক্ষেপ হিসেবে দেখছে।
ইতিপূর্বেও বেন গভির একাধিকবার আল-আকসায় প্রবেশ করেছেন, যার পরিণতিতে সেখানে উত্তেজনা ছড়িয়েছে এবং ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনারা হামলা চালিয়েছে। এসব ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দা জারি থাকলেও তিনি বিতর্কিত কর্মকাণ্ড থেকে বিরত হননি।
রোববারের ঘটনার পর সৌদি আরব ও জর্ডান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, “আল-আকসা মসজিদে ইসরায়েলি দখলদার সরকারের কর্মকর্তাদের বারবার উসকানিমূলক পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।” জর্ডানও কঠোর বিবৃতিতে জানায়, “আল-আকসা মসজিদ বা আল-হারাম আল-শরিফে ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।”
এই ঘটনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের অন্যতম সংবেদনশীল ধর্মীয় স্থানটি নিয়ে আবারও নতুন করে উত্তেজনার আশঙ্কা তৈরি হয়েছে।