Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদকুমিল্লায় দুই শিশুকে আগুনে খুন্তি দিয়ে ছ্যাঁকা, অভিযুক্ত মা

কুমিল্লায় দুই শিশুকে আগুনে খুন্তি দিয়ে ছ্যাঁকা, অভিযুক্ত মা


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক মায়ের বিরুদ্ধে আগুনে গরম খুন্তি দিয়ে দুই শিশুকে ছ্যাঁকা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

রোববার (৩ আগস্ট) রাতে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত দুই শিশুকে চিকিৎসার জন্য নিয়ে আসেন তাদের স্বজনরা। ঘটনার সময় শুক্রবার (১ আগস্ট) বিকেলে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামে।

নির্যাতনের শিকার শিশুরা হলো—সাবিনা আক্তার (৮) ও নুসরাত আক্তার। তাদের বাবা ইব্রাহিম খলিল জানান, স্ত্রী আসমা বেগম (৩০) বিয়ের পর থেকেই তার সঙ্গে সংসার করতে অনিচ্ছুক ছিলেন। এ নিয়ে দাম্পত্য কলহ দীর্ঘদিন ধরে চলছিল এবং একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে বিষয়টির মীমাংসা করা হলেও আসমা সংসার ছাড়ার সিদ্ধান্তে অনড় ছিলেন।

ইব্রাহিম বলেন, এসব বিরোধের জেরে আসমা প্রায়ই তাদের দুই মেয়েকে মারধর করতেন। ঘটনার দিন বিকেলে তিনি দুই শিশুকে গরম খুন্তি দিয়ে গালে, হাতে ও শরীরে ছ্যাঁকা দেন।

রাতে কাজ শেষে বাড়ি ফিরে ইব্রাহিম খলিল ঘটনাটি জানতে পারেন। পরদিন বিষয়টি তিনি পরিবারের সদস্য ও মামা মনির হোসেনকে জানান। তারা আসমাকে জিজ্ঞেস করলে আসমা তার মা ও ভাইকে ডেকে আনেন। এরপর উল্টো ইব্রাহিমকে গালাগাল ও মারধর করা হয়।

আহত শিশুরা জানায়, ‘মা আমাদের গালে, হাতে ও শরীরে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিয়েছে এবং মারধরও করেছে। সে প্রায়ই এমন নির্যাতন করে।’

ইব্রাহিমের মামা মনির হোসেন জানান, তাদের পারিবারিক কলহের বিষয়টি গ্রামবাসী জানে এবং এর আগে বহুবার সালিস হয়েছে। আসমা সংসার করতে চায় না এবং সন্তানদের ওপর বারবার অমানবিক নির্যাতন চালায়। এবারের ঘটনায়ও তারই ধারাবাহিকতা দেখা গেছে।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments