রাজধানীর সরকারি ৭ কলেজকে চারটি ‘স্কুল’-এ বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান।
তিনি জানান, আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে এই ৭ কলেজকে চারটি পৃথক একাডেমিক ইউনিটে ভাগ করা হবে—
স্কুল অব সাইন্স
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ
স্কুল অব বিজনেস স্টাডিজ
স্কুল অব ল অ্যান্ড জাস্টিস
স্কুল অব সাইন্সের আওতায় থাকবে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ।
স্কুল অব বিজনেস স্টাডিজে থাকবে সরকারি বাঙলা কলেজ।
স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজে থাকবে সরকারি তিতুমীর কলেজ।
আর স্কুল অব ল অ্যান্ড জাস্টিসের অধীনে রাখা হবে কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
প্রশাসনিক কাঠামোর বিষয়ে সচিব জানান, প্রতিটি কলেজে একজন করে প্রক্টর এবং কেন্দ্রীয়ভাবে থাকবেন একজন প্রধান প্রক্টর। সাত কলেজে মোট ১৪ জন ডেপুটি প্রক্টর দায়িত্ব পালন করবেন।