বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সৌদি আরবের পবিত্র শহর মদিনাকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। মসজিদে নববী অবস্থিত এই শহরটি WHO-এর ৮০টি মানদণ্ড পূরণ করে এই মর্যাদা অর্জন করে। বৃহস্পতিবার (৩১ জুলাই) মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল-জালাজেলের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই সনদ গ্রহণ করেন।
প্রিন্স সালমান বলেন, মদিনার এই স্বীকৃতি সৌদি নেতৃত্বের স্বাস্থ্য ও উন্নয়নে অঙ্গীকারের বাস্তব উদাহরণ। তিনি মদিনার চলমান উন্নয়নকে ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে একটি শীর্ষস্থানীয় উন্নয়ন মডেল’ হিসেবে অভিহিত করেন। এই উদ্যোগ সৌদির জাতীয় রূপকল্প ‘ভিশন ২০৩০’-এর অংশ হিসেবেই পরিচালিত হচ্ছে।
সৌদি প্রেস এজেন্সির (SPA) প্রতিবেদন অনুযায়ী, জেদ্দার পর মদিনা মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বৃহত্তম স্বাস্থ্যকর শহরের অবস্থান অর্জন করেছে। WHO-এর স্বাস্থ্যকর শহর স্বীকৃতি পেতে হলে সংশ্লিষ্ট শহরকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো ও পরিবেশ ব্যবস্থাপনায় নির্ধারিত ৮০টি মানদণ্ড পূরণ করতে হয়। এর মধ্যে রয়েছে পর্যাপ্ত পার্ক, হাঁটার পথ, প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র, ও স্বাস্থ্য-শিক্ষা কার্যক্রম।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে সৌদি আরবের আরও ১৪টি শহরকে ‘স্বাস্থ্যকর শহর’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে: তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল-মান্দাক, আল-জুমুম, রিয়াদ আল-খুবরা এবং শরুরাহ।
এই স্বীকৃতি সৌদি আরবের জনগণের জীবনমান উন্নয়ন এবং টেকসই নগরায়ণের পথে এক গুরুত্বপূর্ণ অর্জন বলে মনে করা হচ্ছে।