তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। গতকাল রোববার বিকেলে রাজধানীর তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার এবং আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
তথ্য উপদেষ্টা বলেন, “নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিকদের অযৌক্তিক চাকরিচ্যুতি রোধে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। যেসব মিডিয়া হাউস সাংবাদিকদের বেতন পরিশোধ করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে মালিকানা, শেয়ার কিংবা অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়েও সরকারের পক্ষ থেকে চিন্তা-ভাবনা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে মাহফুজ আলম বলেন, “আমরা কোনো মিডিয়াকে নির্দিষ্ট কিছু প্রচারে বাধ্য করি না। তবে লক্ষ্য করেছি, গত ছয় মাসে কিছু হাউস গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্টের চেষ্টা করেছে। আবার কিছু পত্রিকা সত্য তুলে ধরতে সাহসী ভূমিকা রেখেছে।”
অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “জুলাই অভ্যুত্থানে মাঠপর্যায়ের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। তাদের কল্যাণে গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিক সংগঠনগুলোকে দায়িত্বশীল হতে হবে।”
তথ্য উপদেষ্টা দেশের গণমাধ্যমকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি জবাবদিহিমূলক ও মানবিক ভূমিকা পালনের আহ্বান জানান।