ইয়েমেনের আবিয়ান প্রদেশের শাকরা উপকূলে একটি অভিবাসীবোঝাই নৌকা ডুবে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৭৪ জন, যাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় আরব সাগরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নৌকাটি উল্টে যায়। উপকূল থেকে এখন পর্যন্ত ১২ জনকে জীবিত এবং ৬৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের বেশিরভাগই ইথিওপিয়ার নাগরিক।
আইওএমের ইয়েমেন প্রধান আবদুসাত্তোর এসোয়েভ জানান, প্রায় ১৫৭ জনকে বহনকারী এই নৌকাটি একটি অত্যন্ত বিপজ্জনক রুটে যাত্রা করছিল, যেটি সাধারণত মানব পাচারকারীরা ব্যবহার করে। আফ্রিকার হর্ন অঞ্চল থেকে আরব উপসাগরের দেশগুলোতে কাজের সন্ধানে অভিবাসীরা ঝুঁকি নিয়েই এই পথ বেছে নেন।
দক্ষিণ ইয়েমেনের খানফার জেলায় ৫৪টি মরদেহ উদ্ধার করা হয় এবং আরও ১৪টি মৃতদেহ নেয়া হয় জিনজিবারের হাসপাতাল মর্গে। আইওএম জানিয়েছে, ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে আইওএম। সংস্থাটি বলেছে, পাচারকারীদের নির্মম ব্যবসার শিকার হয়ে এসব মানুষ জীবন হারাচ্ছে। আইনি অভিবাসনের পথ খুলে দিয়ে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আইওএম।
উল্লেখ্য, চলতি বছর মার্চেও ইয়েমেনে দুটি নৌকাডুবিতে ১৮০ জনের বেশি অভিবাসী নিহত হন। এরপর এই ঘটনায় আবারও অভিবাসন ব্যবস্থার দুর্বলতা ও মানবপাচারের ভয়াবহতা প্রকাশ পেল।