মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের দক্ষিণাঞ্চলের মিনা আবদুল্লাহ বন্দরে একটি পানির ট্যাঙ্কে ভয়াবহ বিস্ফোরণে অন্তত তিন বিদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ আগস্ট) বন্দরের ভেতরে একটি পানির ট্যাঙ্ক পরিষ্কার করার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় আরবি দৈনিক আল-আনবার-এর বরাতে জানা যায়, ট্যাঙ্কটি রাসায়নিক পদার্থ দিয়ে পরিষ্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক নিহত হন। তবে নিহতদের জাতীয়তা সম্পর্কে এখনও কিছু জানায়নি কুয়েতি কর্তৃপক্ষ।
কুয়েতের নিরাপত্তা সংস্থা সূত্র জানিয়েছে, ওই শ্রমিকরা যখন ট্যাঙ্কের ভেতরে কাজ করছিলেন, তখন অতিরিক্ত তাপমাত্রার কারণে রাসায়নিক পদার্থ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সময় শ্রমিকরা ট্যাঙ্কের ভেতরে থাকায় তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।
ঘটনার খবর পাওয়ার পর দ্রুত কুয়েত পুলিশের জরুরি টহল দল এবং ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধার কাজ পরিচালনা করেন।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, প্রচণ্ড গরমের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে বিস্ফোরণ ঘটেছে। এ বিষয়ে কুয়েত কর্তৃপক্ষ বিস্তারিত তদন্ত শুরু করেছে।