রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শিরোনামের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব। ৫ আগস্ট, মঙ্গলবার বেলা ১১টায় সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিবেশনার মাধ্যমে এই আয়োজনের সূচনা হয়।
প্রথম পরিবেশনায় শিল্পীরা ওস্তাদ তোফাজ্জেল হোসেনের লেখা জনপ্রিয় গান ‘এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা’ পরিবেশন করেন, যা শুরু থেকেই দর্শকদের মধ্যে দেশাত্মবোধের উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। এরপর সারাদিনব্যাপী পর্যায়ক্রমে অংশ নেন দেশের খ্যাতনামা শিল্পীগোষ্ঠী, ব্যান্ড এবং একক শিল্পীরা।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ছিল ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর ড্রোন ভিত্তিক নাট্য-উপস্থাপনা, যা দর্শকদের অনন্য এক অভিজ্ঞতা উপহার দেয়। অনুষ্ঠানে ধর্মীয় বিরতির ব্যবস্থাও রাখা হয়েছে। রাত ৮টা পর্যন্ত চলবে এই আয়োজন।
আয়োজকদের ভাষ্য মতে, ‘জুলাই পুনর্জাগরণ’ শুধু একটি সাংস্কৃতিক আয়োজন নয়; এটি একটি প্রজন্মের চেতনার পুনর্জন্মের প্রতীক। জুলাই মাসের শহীদদের স্মরণে আয়োজিত এই উৎসব তরুণ প্রজন্মকে ইতিহাসের সঙ্গে যুক্ত করার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করার প্রয়াস বলে জানিয়েছেন তারা।
নান্দনিক পরিবেশনা, ইতিহাসচেতনা ও প্রযুক্তির সম্মিলনে গড়ে ওঠা এই আয়োজন ইতোমধ্যেই নানা মহলে প্রশংসা কুড়িয়েছে। অংশগ্রহণকারী ও দর্শকদের মধ্যে ছিল উচ্ছ্বাস, আবেগ এবং এক টুকরো আত্মজাগরণের উপলব্ধি।