জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টিএসসি প্রাঙ্গণে এক প্রদর্শনীর আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। সেখানে যুদ্ধাপরাধে অভিযুক্ত বেশ কয়েকজন ব্যক্তির ছবি টানানো হয়, যার বিরুদ্ধে প্রতিবাদ জানায় বামপন্থী ছাত্রসংগঠনগুলো।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। বাম সংগঠনগুলোর বিক্ষোভে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়।
বিক্ষোভের পর শিবির সংগঠনের সদস্যরা বিতর্কিত ছবিগুলো সরিয়ে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী অভিযোগ তুলেছিল। আমরা শিবিরের সদস্যদের ডেকে এনে ছবিগুলো সরিয়ে নিতে বলি। তারা সহযোগিতা করেছে— এজন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।”