Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি“পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল ৫ আগস্টেই: ড. মঈন খান”

“পুঞ্জীভূত ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল ৫ আগস্টেই: ড. মঈন খান”

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, টানা ১৬ বছর ধরে আওয়ামী লীগের দুঃশাসন, স্বৈরতন্ত্র এবং জনগণকে দমন করার প্রচেষ্টা বাংলাদেশকে এক ভয়াবহ অবস্থায় ঠেলে দিয়েছে। এই দীর্ঘ সময়ের অন্যায়, গুম-খুন ও দমননীতির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ জমে উঠেছিল, ২০২৪ সালের ৫ আগস্টে সেই ক্ষোভই বিস্ফোরিত হয়। এদিন ছাত্র-জনতা ও দেশের সব প্রান্তের মুক্তিকামী মানুষ ঢাকার রাজপথে নেমে আসে অবিচার ও নিপীড়নের বিরুদ্ধে আওয়াজ তুলতে।

মঙ্গলবার (৫ আগস্ট) নরসিংদীর পলাশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজিত ছাত্র-জনতার বিজয় র‍্যালিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এই র‌্যালি ছিল গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।

ড. মঈন খান বলেন, “আওয়ামী লীগ ভেবেছিল, অস্ত্রের ভয় দেখিয়ে, রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার করে চিরদিন ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু তারা ভুলে গেছে, এই বাংলার মানুষ স্বাধীনচেতা, তারা কোনোদিন অন্যায় মেনে নেয় না। এই দেশের ইতিহাসই তা প্রমাণ করে।”

তিনি আরও বলেন, “গণ-অভ্যুত্থানের এক বছর পূর্ণ হলো। এখন আমাদের দায়িত্ব আরও বেশি। অন্তর্বর্তীকালীন সরকারের ধারণায় দেশের ১৮ কোটি মানুষ আস্থা রাখছে। সেই আস্থার প্রতিফলন ঘটিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জরুরি। বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সময় নষ্ট করার সুযোগ নেই।”

ঘোড়াশাল বাইপাস সড়ক থেকে শুরু হওয়া এই বিজয় র‌্যালিটি নরসিংদী-২ আসনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় পাঁচদোনার মোমেন চত্বরে। এতে পলাশ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Bottom of Form

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments