রাজধানীর বনানীতে গুলিবিদ্ধ হয়ে আহত হওয়া বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির সাবেক কর্মচারী জামাল হোসেন (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত জামাল হোসেন এক সময় বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। পাশাপাশি তিনি কর্মচারী সমিতির (অফিস ক্লাব) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
গত ১ আগস্ট শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনানীর বক্ষব্যাধি হাসপাতালের চতুর্থ শ্রেণির অফিস ক্লাবের সামনে দুর্বৃত্তরা তাকে গুলি করে। জামালের ভাই সজল জানান, মুখোশধারী দুইজন দুর্বৃত্ত এসে সরাসরি জামালের মাথায় গুলি করে পালিয়ে যায়।
পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে সোমবার রাতেই তিনি মারা যান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট বনানী থানাকে অবহিত করা হয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। এখনো হামলাকারীদের পরিচয় জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত তৎপরতা চলছে।