Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeজাতীয়বৃষ্টি আল্লাহর রহমত: জুলাই ঘোষণাপত্র পাঠে ড. ইউনূসের মন্তব্য

বৃষ্টি আল্লাহর রহমত: জুলাই ঘোষণাপত্র পাঠে ড. ইউনূসের মন্তব্য

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে অংশ নিয়ে বৃষ্টিকে ‘আল্লাহর রহমত’ হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টা ২২ মিনিটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাঠ শুরু করেন তিনি। তখন মঞ্চের দুই পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

উপস্থিত রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন— বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জামায়াতের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি।

বৃষ্টির মধ্যেই বক্তব্য শুরু করে ড. ইউনূস বলেন,
আল্লাহর রহমত হচ্ছে। সেই রহমত সঙ্গে নিয়েই আমি এই ঐতিহাসিক ঘোষণা পাঠ করছি।”

তার এই মন্তব্যের সময় অনেকেই করতালির মাধ্যমে সমর্থন জানান।

বৃষ্টিপাত চলমান থাকলেও, ছাতা হাতে কিংবা ভিজেই অনুষ্ঠানস্থলে অবস্থান নেন হাজারো নেতাকর্মী ও সমর্থক। আবহাওয়ার প্রতিকূলতা উপেক্ষা করে আয়োজনটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Bottom of Form

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments