‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী মঙ্গলবার, ৫ আগস্ট, একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম এক দিনের জন্য স্থগিত থাকবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার আলোকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি কার্যক্রম ৫ আগস্ট বন্ধ থাকবে। তবে ৬ আগস্ট, বুধবার থেকে পূর্বের নিয়মে পুনরায় ভর্তি কার্যক্রম চলবে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে, গত ২৫ জুলাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা প্রকাশ করে। নীতিমালা অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ৩০ জুলাই থেকে, যা চলবে ১১ আগস্ট পর্যন্ত।
এবার সরকারি ও বেসরকারি কলেজের মোট আসনের ৯৩ শতাংশ সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে— যার মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য, ১ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য এবং ১ শতাংশ অধীনস্থ দপ্তর বা সংস্থার কর্মকর্তাদের সন্তানদের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
যদি সংরক্ষিত কোটায় উপযুক্ত প্রার্থী পাওয়া না যায়, তাহলে ওই আসনগুলো মেধার ভিত্তিতে ভর্তি করা হবে বলেও নীতিমালায় উল্লেখ রয়েছে।