মধ্যপ্রাচ্যের দেশ ইরানে আঘাত হেনেছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প। মঙ্গলবার (৫ আগস্ট) স্থানীয় সময় একটি তীব্র ভূমিকম্পে কেঁপে উঠে দেশটির দক্ষিণাঞ্চল। ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৭৩। তথ্য নিশ্চিত করেছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জিএফজেড জানায়, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে উৎপন্ন হয়েছিল। কম্পনটি দক্ষিণ ইরানের বিস্তীর্ণ অঞ্চলে অনুভূত হয় এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিশ্বের বিভিন্ন ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা এ ঘটনায় নজর রাখছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল, রিখটার মাত্রা ও সম্ভাব্য ক্ষতির বিষয়ে আরও বিশদ তথ্য জানার চেষ্টা চলছে।
এর আগে সম্প্রতি রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপে ৮.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে (প্রথমে ৮.৭ হিসেবে রেকর্ড করা হয়)। ওই ভূমিকম্পের ফলে ৪ মিটার (১৩ ফুট) উচ্চতার সুনামি সৃষ্টি হয়, যা রাশিয়ার উপকূল ছাড়াও জাপানে আঘাত হানে। তবে পূর্বপ্রস্তুতি থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
বিশ্বজুড়ে ভূমিকম্পের এই ধারাবাহিকতা আবারও স্মরণ করিয়ে দিচ্ছে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতির গুরুত্ব। বিশেষজ্ঞরা বলছেন, অগভীর ভূমিকম্পগুলো তুলনামূলকভাবে বেশি ক্ষতি করতে পারে, বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায়।