ছাত্র ও জনগণের আত্মত্যাগে অর্জিত গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে আওয়ামী ফ্যাসিবাদ পতিত হয়েছে— এমন মন্তব্য করে জামায়াতে ইসলামী নেতারা বলেছেন, সেই স্বৈরাচারী শাসনব্যবস্থাকে দেশে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। বক্তারা জোর দিয়ে বলেন, গণহত্যায় জড়িতদের বিচারের কাজ সম্পন্ন করতে হবে এবং প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) ভিত্তিক একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে।
মঙ্গলবার (৩৬ জুলাই) গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে বেলা ১১টায় আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, দেলাওয়ার হোসেন ও কামাল হোসাইন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামী ভবিষ্যতে ক্ষমতায় গেলে বাংলাদেশকে একটি ইনসাফ ও কল্যাণভিত্তিক রাষ্ট্রে রূপান্তরের প্রত্যয় নিয়ে কাজ করবে ইনশাআল্লাহ।
সমাবেশ শেষে পল্টন মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয়ে শাহবাগে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে জামায়াতের শত শত নেতাকর্মী অংশ নেন। মিছিলে ‘খুনিদের বিচার চাই’ এবং ‘দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে’ নানা স্লোগান দেওয়া হয়।