Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি“পিটার হাসের সঙ্গে সাক্ষাতের খবর গুজব: কক্সবাজার সফর নিয়ে মুখ খুললেন এনসিপি...

“পিটার হাসের সঙ্গে সাক্ষাতের খবর গুজব: কক্সবাজার সফর নিয়ে মুখ খুললেন এনসিপি নেতা”

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিছু নেতা কক্সবাজারে গিয়েছেন— এমন সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এসব খবরকে ‘পুরোপুরি ভিত্তিহীন ও গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন এনসিপির প্রধান সংগঠক নাসিরুদ্দীন পাটওয়ারী।

তিনি বলেন, “কারো সঙ্গে দেখা করতে নয়, আমরা হঠাৎ একটু ঘুরতে এসেছি। পদযাত্রার ধকল কাটাতে সাগরপাড়ে একটু বিশ্রাম নিতে চেয়েছি।”

তিনি আরও জানান, “হোটেলে চেক-ইন করে বসেছি মাত্র, এরই মধ্যে দেখছি বিভিন্ন সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। এটা একেবারেই মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য। এটি একটি ক্লিয়ার মিডিয়া প্রোপাগান্ডা।”

নাসিরউদ্দিন পাটওয়ারী যুক্তি তুলে ধরে বলেন, “যদি আমাদের সত্যিই পিটার হাসের সঙ্গে দেখা করার উদ্দেশ্য থাকত, তাহলে সেটা ঢাকাতেই করা যেত। কক্সবাজারে আসার কোনো প্রয়োজন হতো না।”

এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে যখন রাষ্ট্রীয় পর্যায়ে নানা আয়োজন চলছে, ঠিক তখনই এনসিপি নেতাদের এই সফরকে ঘিরে প্রশ্ন উঠেছে নানা মহলে।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাটওয়ারী বলেন, “আমাদের প্রেসিডেন্ট এবং সেক্রেটারিকে অনুষ্ঠান উপলক্ষে আমন্ত্রণ জানানো হয়েছে। যতদূর জানি, আমাদের দল থেকে একটি প্রতিনিধিদল ওই অনুষ্ঠানে অংশ নেবে।”

তিনি আরও বলেন, “প্রত্যেকটি দল থেকেই ছোট ছোট প্রতিনিধি দল অংশ নিচ্ছে, আমরাও সেই নিয়মেই অংশ নেব।”

এর আগে মঙ্গলবার দুপুরে এনসিপির কয়েকজন শীর্ষ নেতা— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা এবং নাসিরুদ্দীন পাটওয়ারীর কক্সবাজার সফর নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এসব আলোচনাকে ‘ভিত্তিহীন রাজনৈতিক চক্রান্ত’ হিসেবে দেখছে দলটি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments