Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিআশুগঞ্জে অনুমতি ছাড়াই ভূমি অফিসে এনসিপির অনুষ্ঠান, এসিল্যান্ডকে হুমকি দিয়ে বিরোধে জড়াল...

আশুগঞ্জে অনুমতি ছাড়াই ভূমি অফিসে এনসিপির অনুষ্ঠান, এসিল্যান্ডকে হুমকি দিয়ে বিরোধে জড়াল নেতারা


ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারি অনুমতি ছাড়াই উপজেলা ভূমি কার্যালয়ের চত্বরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজন করায় এনসিপি নেতাদের সঙ্গে এসিল্যান্ডের বাকবিতণ্ডা হয়েছে। এসময় ভূমি অফিসের টিনের ঘেরা বেড়া জোরপূর্বক সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে এনসিপির নেতাদের বিরুদ্ধে।

এ ঘটনায় মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন। ঘটনার পর বিকেলে কোনো অনুমতি ছাড়াই অনুষ্ঠান পরিচালনা করেন এনসিপির নেতাকর্মীরা।

উপজেলা প্রশাসন ও ডায়েরি সূত্রে জানা গেছে, আশুগঞ্জ বাজারে অবস্থিত উপজেলা ভূমি কার্যালয়ের পেছনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল রয়েছে, যা টিনের বেড়া দিয়ে ঘেরা। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এনসিপির কর্মীরা সেখানে অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সেই বেড়া সরিয়ে ফেলেন। ইউএনও বা এসিল্যান্ডের অনুমতি না নিয়েই সরকারি স্থানে প্রবেশ করেন তারা।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কাজী তাহমিনা সারমিন ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে কথা কাটাকাটি হয়। এ সময় এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম এসিল্যান্ডের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

এসিল্যান্ড কাজী তাহমিনা সারমিন জানান, অনুমতি না নিয়েই সরকারি সম্পত্তির সীমানা লঙ্ঘন করে টিনের বেড়া ভেঙে ফেলা হয়। বাধা দিলে উল্টো তাকে হুমকি দেওয়া হয় এবং অশালীন আচরণ করা হয়। এ বিষয়ে আশুগঞ্জ থানায় জিডি করা হয়েছে বলেও জানান তিনি।

এনসিপি নেতা আমিনুল ইসলাম ডালিম অবশ্য ঘটনাটিকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। তিনি দাবি করেন, কাচারি পুকুরপাড়ে শহীদদের স্মরণে মিলাদ মাহফিল আয়োজনের প্রস্তুতি নিতে গিয়ে ম্যুরাল পরিষ্কার করার জন্যই টিন সরানো হয়। তাদের দাবি, জায়গাটি ‘মীর মুগ্ধ চত্বর’ হিসেবে পরিচিত এবং অনুষ্ঠান আয়োজনের জন্য তারা বাধা পান। তিনি এসিল্যান্ডকে হুমকি দেওয়ার অভিযোগকে বানোয়াট বলেছেন।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া জানান, সরকারি অফিস চত্বরের নিরাপত্তা এবং নথিপত্রের গোপনীয়তার কারণেই সেখানে কোনো অনুষ্ঠানের অনুমতি দেওয়া যায় না। তারা পূর্বানুমতি ছাড়াই জায়গায় ঢুকে বেড়া খুলে দেন এবং বাধা দিলে কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments