গাজার ভেতরে ত্রাণ পাঠাতে মিশর ও জর্ডান সীমান্তে অপেক্ষমাণ রয়েছে ২২ হাজারেরও বেশি ত্রাণবাহী ট্রাক, তবে ইসরাইল সেগুলোর প্রবেশে বাধা দিচ্ছে। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে আল জাজিরা এ তথ্য জানায়।
মিডিয়া অফিস দাবি করেছে, ইসরাইল ইচ্ছাকৃতভাবে এই বিপুলসংখ্যক মানবিক সহায়তা পরিবহনকারী ট্রাকগুলোর প্রবেশে বাধা দিয়ে ‘ক্ষুধা, অবরোধ ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করার একটি পরিকল্পিত অভিযানের অংশ বাস্তবায়ন করছে।
এক বিবৃতিতে জানানো হয়েছে, “আমরা নিশ্চিত করছি যে গাজা উপত্যকার সীমান্ত ক্রসিংগুলোতে বর্তমানে ২২ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রয়েছে, যেগুলোর অধিকাংশ জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সরবরাহ।”
বিবৃতিতে আরও বলা হয়, “দখলদার ইসরাইল পরিকল্পিতভাবে এই ত্রাণের প্রবেশে বাধা দিচ্ছে, যা অনাহার ও মানবিক সংকট আরও ঘনীভূত করছে। এটি একটি যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, যা গাজার জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যার অংশ।”
মিডিয়া অফিস এর জন্য শুধু ইসরাইল নয়, বরং এ বিষয়ে নীরব বা সহায়তাকারী রাষ্ট্রগুলোকেও চলমান মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করেছে।
সংস্থাটি অবিলম্বে সব আটকে থাকা ত্রাণবাহী ট্রাকের প্রবেশ নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত ক্রসিংগুলো পুরোপুরি খুলে দেওয়ার দাবি জানায়, যাতে দেরি হওয়ার আগেই গাজার অসহায় জনগণের কাছে নিরাপদে সহায়তা পৌঁছানো যায়।