Wednesday, August 6, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিজুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় বিএনপির বিজয় র‍্যালি

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঢাকায় বিএনপির বিজয় র‍্যালি


জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় ‘বিজয় র‍্যালি’ আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি যাত্রা শুরু করে। এরপর এটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন, প্রেস ক্লাব ও মৎস্য ভবন অতিক্রম করে শাহবাগে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

র‌্যালিতে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ঢাকার বিভিন্ন থানা ইউনিট ছাড়াও আশপাশের জেলা থেকে আগত বহু নেতাকর্মী ও সমর্থক এতে যোগ দেন। অনেকের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড; কেউবা জাতীয় পতাকা ও দলীয় পতাকা বহন করছিলেন, কেউবা রঙিন ক্যাপ পরে মিছিলে অংশ নেন—সব মিলিয়ে পুরো এলাকা পরিণত হয় উৎসবমুখর পরিবেশে।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানে মুখর ছিলেন। স্লোগানগুলোর মধ্যে ছিল: ‘তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’, ‘সবার আগে বাংলাদেশ’, ‘মা মাটি ডাকছে—তারেক রহমান আসছে’, ‘সাইদ ওয়াসিম মুগ্ধ—শেষ হয়নি যুদ্ধ’ ইত্যাদি।

র‌্যালি শুরুর আগে বিকেল ৩টার পর নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।

র‌্যালিতে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সালাহউদ্দিন আহমদসহ বিএনপির শীর্ষ নেতারা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments