ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, রাজধানীতে বাইরের বাস প্রবেশ রোধে ৮ সারির ইনার রিং রোড নির্মাণের কাজ চলমান রয়েছে।
বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি বলেন, দক্ষিণ বঙ্গের ২১ জেলার বাস এখন পদ্মা সেতু হয়ে ঢাকায় আসে এবং এখান থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যায়। এসব বাস যেন রাজধানীর ভেতরে প্রবেশ না করে সরাসরি ইনার রিং রোড দিয়ে উত্তরবঙ্গে যেতে পারে, সেজন্য বেড়ীবাঁধের সড়ককে আট সারিতে উন্নীত করা হচ্ছে। বর্তমানে প্রকল্পটির ভৌত অগ্রগতি ৩০ শতাংশ এবং আগামী বছরের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, নগরীর সড়ক ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পটহলস বা রাস্তার গর্ত মেরামতের জন্য ব্যবহৃত মিশ্র উপকরণের মান নিশ্চিত করতে নির্দেশনা ও বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।
গণপরিবহনে শৃঙ্খলা আনতে বাস রুট রেশনালাইজেশন প্রকল্প অব্যাহত রয়েছে। এছাড়া, শহরের নিবন্ধনবিহীন ও ঝুঁকিপূর্ণ রিকশা নিয়ন্ত্রণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নকশা অনুযায়ী তিন চাকার ব্যাটারি চালিত স্বল্পগতির রিকশা (ই-রিকশা) চালু করা হয়েছে।
প্রাথমিকভাবে এই ই-রিকশা ধানমন্ডি ও পল্টন এলাকায় চলবে এবং পর্যায়ক্রমে পুরো দক্ষিণ সিটিতে তা বিস্তৃত করা হবে।