১৯৪৫ সালের ৬ আগস্ট, সকাল ৮টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের ‘এনোলা গে’ নামের বোমারু বিমান জাপানের হিরোশিমা শহরের উপর ফেলে দেয় ‘লিটল বয়’ নামের প্রথম পারমাণবিক বোমাটি।
এই ভয়াবহ বোমা হামলায় তাৎক্ষণিক বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা ও তেজস্ক্রিয় বিকিরণে প্রাণ হারান প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ।
মাত্র তিন দিন পর, ৯ আগস্ট নাগাসাকি শহরে দ্বিতীয় পারমাণবিক বোমা ফেলা হলে আরও ৭৪ হাজার মানুষ মারা যান।
এরপর ১৫ আগস্ট, জাপান আত্মসমর্পণ করে—ফলে শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ।
আজকের হিরোশিমা আধুনিক ও উন্নত এক নগরী, যার জনসংখ্যা প্রায় ১২ লাখ। তবে পারমাণবিক সেই বিভীষিকার ক্ষত এখনো অনেকের স্মৃতিতে গভীরভাবে আঁচড় কেটে আছে।