নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মিছিল শেষে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনায় মহিউদ্দিন (৩২) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে বেগমগঞ্জ উপজেলা জামায়াত আয়োজিত ‘গণঅভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী শাসনের পতন’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে গণমিছিলে অংশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হাফেজ মহিউদ্দিন বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের বাসিন্দা এবং মৃত মমতাজ মিয়ার ছোট ছেলে। তিনি ছয়ানী ইউনিয়ন জামায়াতের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করতেন।
জানা গেছে, মিছিল শেষে তিনি মাইজদী থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ছয়ানীতে ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সঙ্গী জামায়াত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই রাত আনুমানিক আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার জানান, হাফেজ মহিউদ্দিন ৫ আগস্টের পরেও সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকাজুড়ে ও সংগঠনের ভেতরে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।