রাজনৈতিক ইস্যুতে মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সব দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিজয় র্যালির শুরুতে তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংক্ষিপ্ত বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রাজনীতিতে মতবিরোধ থাকবেই, তবে তা যেন মুখ ফিরিয়ে নেওয়ার পর্যায়ে না যায়। আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে জাতীয় স্বার্থে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম, মত, দর্শন আলাদা হলেও রাষ্ট্র সবার, সেটি আমাদের ভুলে গেলে চলবে না।”
তিনি আরো বলেন, জনগণের কল্যাণে কাজ করতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় জনগণকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “দেশবাসীকে বলতে চাই—নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। অতীতে আমরা, আমাদের সন্তানরা, এমনকি আমাদের ভোটের অধিকার পর্যন্ত নিরাপদ ছিল না। গণতন্ত্রহীনতা ও আইনের শাসন না থাকার কারণেই দেশ ছিল এক বর্বর কারাগার।”
চলমান রাজনৈতিক আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, “২০২৪ সালের আন্দোলনের ফলে একটি বিরল সুযোগ এসেছে। যদি আমরা জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে পারি, তাহলে ভবিষ্যতে আর কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না।”
বিজয় র্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “পতিত, পলাতক শাসকদের সময় দেশে অন্ধকারের রাজত্ব ছিল। আজকের এই বিজয় মিছিল সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার প্রতীক।”