রাশিয়া থেকে তেল কেনার প্রতিক্রিয়ায় ভারতকে ‘শাস্তি’ দিতে আমদানি পণ্যের ওপর আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর মোট শুল্কহার দাঁড়িয়েছে ৫০ শতাংশে।
বুধবার (৬ আগস্ট) এক নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। এর আগে ৪ আগস্ট তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনার কারণে ভারতকে শুল্কের মুখে পড়তে হবে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ তেল আমদানি করছে এবং সেই তেল খোলা বাজারে উচ্চমূল্যে বিক্রি করে বিপুল মুনাফা অর্জন করছে। তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে যেসব মানুষ প্রাণ হারাচ্ছে, সে বিষয়টি ভারত উপেক্ষা করছে।
ট্রাম্পের ভাষ্য, “ভারত শুধু রাশিয়ার কাছ থেকে প্রচুর তেলই কিনছে না, বরং সেই তেল বাজারে চড়া দামে বিক্রি করে বড় লাভ করছে। তারা ইউক্রেনের মানুষজনের দুর্দশার ব্যাপারে উদাসীন।”
এই কারণেই ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। যদিও তার পূর্ববর্তী ঘোষণায় শুল্ক বৃদ্ধির নির্দিষ্ট হার উল্লেখ করা হয়নি, এবার তা পরিষ্কারভাবে জানানো হলো।