চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। বুধবার (৬ আগস্ট) বিকেলে সীতাকুণ্ড পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
অভিযান চলাকালীন একপর্যায়ে একটি সিএনজিচালিত অটোরিকশার নম্বর প্লেটে লেখা দেখতে পান— ‘নাটক কম করো প্রিয়’। এই অস্বাভাবিক ও বেসামরিক বার্তা দেখে ভীষণ অস্বস্তিতে পড়েন ম্যাজিস্ট্রেট।
এই অভিযানে ফিটনেস ছাড়াই চলাচল করা যানবাহন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেল চালানো, মালবাহী ট্রাকে যাত্রী বহন ও অতিরিক্ত গতিসহ নানা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। মোট সাতটি মামলায় সর্বমোট ১৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের সূত্র অনুযায়ী, অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সড়ক দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই এসব রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। অভিযানে রেজিস্ট্রেশন, ফিটনেস, লাইসেন্স ও রুট পারমিটবিহীন যানবাহন চালানোর অভিযোগে সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমি বহুবার ভ্রাম্যমাণ আদালতের দায়িত্ব পালন করেছি, কিন্তু আজ একটি সিএনজির নম্বর প্লেটে ‘নাটক কম করো প্রিয়’ লেখা দেখে সত্যিই আমি বিব্রত হয়েছি। চালকের গাড়ির কোনো বৈধ কাগজ ছিল না। নম্বর প্লেটে এমন এলোমেলো বার্তা দেওয়া যেন সরাসরি আইনকে অবজ্ঞা করার শামিল।”
তিনি আরও বলেন, “সড়কে শৃঙ্খলা ফেরাতে এই ধরনের অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে বিআরটিএ’র কর্মকর্তাবৃন্দ, সীতাকুণ্ড মডেল থানা পুলিশ এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা অংশগ্রহণ করেন।