নির্বাচনের তপশিল ঘোষণা হলেই দেশের মাটিতে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—এমনটাই জানালেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচনে তারেক রহমান একাধিক সংসদীয় আসনে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে।
হুমায়ুন কবির আরও জানান, গত ১৩ জুলাই লন্ডনে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা, আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান এবং সরকার গঠন সংক্রান্ত ভাবনা ছিল বৈঠকের মূল আলোচ্য বিষয়। এ সময় বিএনপি কেমন দেশ গড়তে চায়, তাদের নির্বাচনী রুপরেখা কী হতে পারে—এসব মৌলিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান হুমায়ুন কবির।