কিশোরগঞ্জে আওয়ামী লীগের জেলা কমিটির সদস্য ও সড়ক পরিবহন মালিক সমিতির সাবেক সভাপতি মো. শাহজাহান লস্করের মৃত্যুর পর তার লাশ দেখতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন কিশোরগঞ্জ পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
বুধবার (৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় শাহজাহান লস্করের বাসার সামনে থেকে মামুনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যায় শাহজাহান লস্কর (৭২) নিজ বাসায় মারা যান। মৃত্যুর খবর শুনে শহরের বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও স্বজনরা তাকে শেষবারের মতো দেখতে আসেন। তাদের মধ্যে ছিলেন পৌর শ্রমিক লীগের নেতা আব্দুল্লাহ আল মামুন। কিন্তু বাসার সামনে পৌঁছাতেই পূর্বের একটি মামলার ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, আইন তার নিজস্ব গতিতেই চলেছে, আবার কেউ মনে করছেন, মৃত্যুর সময় শোকপ্রকাশ করতে আসার ঘটনাকে কেন্দ্র করে এভাবে গ্রেপ্তার অনাকাঙ্ক্ষিত।